HEADLINES

HOTBDNEWS- দেশজুড়ে--আন্তর্জাতিক--রাজনীতি--স্বাস্থ্য--শিক্ষা--করোনা--খেলাধুলা--বিনোদন--আবহাওয়া--

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সভাপতিমন্ডলির সদস্য সাহারা খাতুন আর নেই:-:

গন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন বদর উদ্দিন আহমদ কামরান: প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান গন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন :

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, স্বীয় কর্মের মাধ্যমে আওয়ামীলীগ নেতা কামরান গনমানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

প্রধানমন্ত্রী মহুমের আত্নার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, সোমবার (১৫জুন) ভোর ৩ টার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্তায় মারা যান বদর উদ্দিন আহমদ কামরান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

গত ৫ জুন করোনা  আক্রান্ত হয়ে বাসায় আইসোলেসনে ছিলেন কামরান। শারিরিক অবস্তার কিছুটা অবনতি হলে গত (৬ জুন) তাকে সিলট শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা আইসোলেসন সেন্টারে ভর্তি করা হয়। অবস্তার আরও অবনতি হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে (৭জুন) সন্ধায় তাকে বিমান বাহিনীর এয়ার এম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়।

এর পরদিন (৮জুন) সিএমএইচে তাকে প্লাজমা থেরাপি দেওয়া হয়। প্লাজমা থেরাপি দেওয়ার পর কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন  তিনি। তবে তাকে সিএমএইচের আইসিউতে রেখে


নিউজ, হট বিডি নিউজ, করোনা সংবাদ,  করোনা আপডেট, দেশ-বিদেশের খবর, স্বাস্থ্য সংবাদ, বিডি নিউজ, দেশজুড়ে, খেলাধুলা, আন্তর্জাতিক,বিনোদন, আবহাওয়া।,
Hot BD News, Bangladesh News, Online News, Corona Virus News, World Corona Virus News, BD News, BD 24 Hours, entertainment.

Post a Comment

0 Comments